• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে নিহত ৩৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৩:৪৭ পিএম
হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে নিহত ৩৬
ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপরাজ্যের মাউন্ট কাউন্টিতে ভয়াবহ দাবানলে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, দ্বীপটিতে বয়ে যাওয়া একটি হারিকেনের প্রভাবে দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে, আগুনে পুড়ছে অনেক এলাকা।

এদিকে দাবানলের তীব্রতার মুখে দ্বীপের হাজারের বেশি মানুষ বাধ্য হয়েছেন বাড়ি ছাড়তে। রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে। কামুয়েলা কাওয়াকোয়া দাবানল আক্রান্তদের একজন। তিনি তার সঙ্গী এবং ছয় বছরের বাচ্চাসহ দাবানল থেকে পালিয়ে এসেছেন। বিবিসিকে তিনি বলেন, “আমরা কোনোরকমে বের হয়ে আসতে পেরেছি। আমার সামনে আমার শহর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এটা দেখা ছিল কঠিন কাজ। নিজেকে খুব অসহায় লাগছিল।”

দাবানল থেকে আক্রান্তদের সরিয়ে আনতে মাউইতে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লুক সাংবাদিকদের জানান, এটা এখন আর নিরাপদ জায়গা নয়। দমকলকর্মীরা কাজ করে যাচ্ছেন। আগুন নেভাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!