• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সকালের ভূমিকম্পে ৩৬ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১১:১০ এএম
সকালের ভূমিকম্পে ৩৬ জন নিহত

পশ্চিম চীনের পার্বত্য অঞ্চল তিব্বতের ৭ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসে ভূমিকম্পটি আঘাত হানে।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।

আল-জাজিরার তথ্যমতে, স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৩৬ জন নিহত এবং ৬৮ জন আহতের তথ্য জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাতে অনেক ধসে পড়া ভবন ও বাড়িঘর দেখা গেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পার্বত্য অঞ্চলের খুব প্রত্যন্ত গ্রাম হওয়ায় সেখান পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শিগাৎসের পার্শ্ববর্তী টিংরি কাউন্টির তিনটি টাউনশিপ চাংসুও, কুলুও এবং কুওগুওতে ৯ জন নিহত হয়েছেন। সেখানে অনেক ভবন ধসে পড়েছে। এ ছাড়া তিব্বতে সকাল ১০টা পর্যন্ত একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় কেন্দ্রীভূত ছিল।

তবে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

যদিও চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের (৩ মাইল) মধ্যে কয়েকটি সম্প্রদায় বসবাস করে, তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) দূরে তাদের অবস্থান ছিল।

Link copied!