• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

সিরিয়া উপকূলে নৌকা ডুবে ৩৪ অভিবাসী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৩:৪২ পিএম
সিরিয়া উপকূলে নৌকা ডুবে ৩৪ অভিবাসী নিহত

লেবানন থেকে আসা অভিবাসী ও শরণার্থীবোঝাই নৌকা ডুবে মারা গেছেন ৩৪ জন। আল-জাজিরা জানায়, সিরিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে।

সিরিয়া সরকার এই তথ্য নিশ্চিত করে জানায়, ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা তার্তাউসের বাসেল হাসপাতালে চিকিৎসাধীন।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ১২০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি এসেছিল। সমুদ্র উত্তাল হওয়ায় এবং ঝোড়ো বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে।

অর্থনৈতিক সংকটে পড়া লেবানন ছাড়তে লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনিদের মধ্যে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা ব্যাপকভাবে বেড়েছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর তুরস্ক উপকূলে নৌকাডুবে মারা যান ৬ অভিবাসী।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!