• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধানসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১০:০৯ এএম
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধানসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের
রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ । সংগৃহীত

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ আরও ৩৩ জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী। গত সপ্তাহে সেভাস্তোপোলের ক্রিমিয়ান বন্দরে রুশ নৌবহরের সদর দপ্তরে কিয়েবের ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার

শুক্রবারের সেভাস্তোপোলে কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলার লক্ষ্য ছিল রুশ নৌবাহিনীর নেতৃত্বের একটি বৈঠক বলে জানায় ইউক্রেনের বিশেষ বাহিনী। 

ইউক্রেনের বিশেষ বাহিনী আরও জানায়, “রাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে হামলার পর, রুশ কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডারসহ ৩৪ জন অফিসার নিহত হন। আহত হয়েছেন আরও ১০৫ জন দখলদার। সদর দপ্তরের ভবনটি পুনরুদ্ধার করা যাবে না।”

প্রকাশিত বিবৃতিতে নিহতদের নামের তালিকায় সোকোলভের নাম না থাকলেও, ইউক্রেনের অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডমিরালের নাম ও একটি ছবি পোস্ট করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো সোকলভকে হত্যার ইউক্রেনের দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবারের হামলার পর মস্কো জানিয়েছিল, একজন নিখোঁজ রয়েছে।

রাশিয়ার নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজনকে হত্যার দাবি ইউক্রেন এমন সময় করল যখন রুশ কর্তৃপক্ষ সোমবার (২৫ সেপ্টেমর) জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপের সেভাস্তোপলে কিয়েবের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সোমবার রাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেভাস্তোপলের মস্কো সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট বেলবেক সামরিক বিমানঘাটির কাছে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!