• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৯:০৩ এএম
বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
ঘটনাস্থল। ছবি : আল-জাজিরা

যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দেশটির দমকল বিভাগের তথ্যমতে, ঘটনাস্থলেই ৩২-৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের ‘পূর্ণ সক্রিয়তা’ নিশ্চিত করেছেন।

রোমেউ জেমা বলেন, “আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।”

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই মহাসড়কটি গত বছর ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে ৫৫৯ জনের মৃত্যু হয়। চলতি বছর ইতোমধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Link copied!