• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধে খার্তুমের এতিমখানায় আটকে পড়া ৩০০ শিশু উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০২:২৫ পিএম
যুদ্ধে খার্তুমের এতিমখানায় আটকে পড়া ৩০০ শিশু উদ্ধার

গৃহযুদ্ধে জর্জরিত সুদানের একটি এতিমখানায় আটকে পড়া অন্তত ৩০০ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নবজাতকও রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে গত এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হয়। সে থেকে রাজধানীর এই এতিমখানাটিতে আটকা পড়ে ৭১ জন শিশুর মৃত্যু হয়। যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। সংঘাত শুরু হওয়ার আগে এতিমখানাটিতে প্রায় ৪০০ জন শিশু থাকত।

সুদানে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান জিন-ক্রিস্টোফ স্যান্ডোজ বলেন, শিশুরা এমন একটি এলাকায় কঠিন মুহূর্ত কাটিয়েছে যেখানে গত ৬ সপ্তাহ ধরে সংঘাত চলছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি কঠিন পরিস্থিতি।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, “খার্তুমের আল মায়কোমা এতিমখানার অন্তত ৩০০ শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। সুদানের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই শিশুদের দায়িত্ব নিয়েছে। তাদের চিকিৎসাসেবা, খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম এবং খেলাসহ মানবিক সহায়তা প্রদান করছে ইউনিসেফ।”

রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি বলছে, এক মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের খার্তুমের দক্ষিণ-পূর্বে জাজিরা প্রদেশের রাজধানী মাদানিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য ৭০ জন তত্ত্বাবধায়ক দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!