সাময়িক যুদ্ধবিরতির সপ্তম দিনে কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর বিনিময়ে হামাস ৮ জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয়।
শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েল ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ২১ জন নাবালক ও ৭ জন নারী রয়েছেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো চুক্তিতে ওই ৩০ জনকে মুক্তি দেওয়া হয়।
হামাস তাদের কাছে আটক ৮ বন্দীকে প্রথমে মুক্তি দেয়। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েল তাদের কাছে থাকা বন্দীদের মুক্তি দেয়।
গত ২৪ নভেম্বর ইসরায়েল হামাস যুদ্ধের চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে বিরতির শেষ দিনে আরও দুদিনের জন্য মেয়াদ বাড়ানো হয়। এরপর আরও একদফায় যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতির শেষে ইসরায়েল আরও জোরালোভাবে গাজায় হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।