• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৬

৩ ইসরায়েলি নারীকে মুক্তি, হামাসের দেওয়া উপহারের ব্যাগে যা ছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:০১ পিএম
৩ ইসরায়েলি নারীকে মুক্তি, হামাসের দেওয়া উপহারের ব্যাগে যা ছিল
মুক্তি পাওয়া ইসরায়েলি ৩ নাগরিক। ছবি : সংগৃহীত

ইসরায়েলি ৩ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার (১৯ জানুয়ারি) গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। তিন জিম্মিকে হস্তান্তরের সময় তাদের হাতে একটি করে উপহারের ব্যাগ দেওয়া।

সোমবার (২০ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জানায়, জিম্মিদের দেওয়া ‘উপহারের ব্যাগে’ তাদের বন্দিদশায় থাকা ছবি, গাজার ছবি এবং একটি ‘প্রশংসাপত্র’ ছিল।

একটি ভিডিও চিত্রে দেখা গেছে, উপহারের ব্যাগ হাতে নিয়ে ৩ জিম্মি হাসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। তবে হামাস সমর্থকরা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন, রোমি গোনেন (২৪), তিনি নৃত্যশিল্পী। দোরোন স্টেইনব্রিচার (৩১), তিনি পেশায় ভেটেরিনারি নার্স ও  এমিলি দামারি (২৮), তিনি ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

Link copied!