• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:২৭ এএম
বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৩
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুজনই নারী। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, রাস্তার পাশে রাখা আইইডি দিয়ে বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি একটি গাড়িকে আঘাত করে। নিহতরা হচ্ছেন আব্দুল্লাহ, গুল বানু, খাইর এবং বিবি হাসীনার এক কন্যা।

আহতরা হচ্ছেন আলী জান, মুহাম্মহ হায়াত, মির গুল, ইজ্জত খান ও মুহাম্মদ আসলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে লেভিসের একটি দল পৌঁছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Link copied!