• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

পরপর ৩ বাসে বিস্ফোরণ, হঠাৎ আতঙ্ক তেল আবিবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:২৭ এএম
পরপর ৩ বাসে বিস্ফোরণ, হঠাৎ আতঙ্ক তেল আবিবে
ছবি : সংগৃহীত

পরপর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলে। দেশটির প্রাণকেন্দ্রে তেল আবিব শহরতলির দুটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি। অবশ্য এ ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কি না, তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম ও হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।

পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!