• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিপাইনে ফেরি ডুবে ২৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ১২:২৪ পিএম
ফিলিপাইনে ফেরি ডুবে ২৬ জনের মৃত্যু

ফিলিপাইনে ফেরিডুবিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। তবে ওই ফেরিতে কত যাত্রী ছিলেন, এখনো নিশ্চিত হন স্থানীয় কর্মকর্তারা।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো যায়, টাইফুন ডকসুরির আঘাতে দেশের বিভিন্ন অংশে বিপর্যস্ত হয়েছে। এ দুর্ঘটনা তার প্রভাব রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী ম্যানিলার পূর্বে রিজাল প্রদেশের লেগুনা ডি বেতে ডুবে যায় এম/বি প্রিন্সেস আয়া নামের ওই ফেরি।

পুলিশ ও কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, কাছের তালিম দ্বীপের উদ্দেশে ঘাট ছেড়ে যাওয়ার পর উপকূল থেকে মাত্র ৪৬ মিটার দূরে উল্টে যায় নৌযানটি। প্রবল বাতাসের মধ্যে আরোহীরা জাহাজের এক পাশে ছুটে গেলে নৌকাটি হেলে পড়ে। এরপর উল্টে যায়।

রিজালের পুলিশ জানিয়েছে, তারা উপকূলরক্ষী এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছিল। তবে অন্ততপক্ষে ২৬ জন ডুবে মারা গেছে। আরও ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!