ভারতে চলছে লোকসভা নির্বাচন। সোমবার (১৩ মে) সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্রসহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে।
এনডিটিভি জানিয়েছে, সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম চার ঘণ্টায় সকাল ১১টা পর্যন্ত ৯৬টি ভোটদানের হার ২৪ দশমিক ৯০ শতাংশ।
ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আছেন বহরমপুর আসনের ভোটাররা। সকাল ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৩৫ দশমিক ২২ শতাংশ। এর পরেই রয়েছে বর্ধমান পূর্ব। এই কেন্দ্রে ভোটদানের হার ৩৩ দশমিক ৮২ শতাংশ।
চতুর্থ ধাপের লোকসভা নির্বাচনে ভারতের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসন। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোটগ্রহণ চলছে।
৯৬টি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৭কোটি ৭০ লাখ। এর মধ্যে ৮ কোটি ৯৭ লাখ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লাখ নারী। মোট ভোটকেন্দ্র রয়েছে ১ কোটি ৯২ লাখ।