• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাস খাদে পড়ে নিহত ২১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৪, ১০:০৪ এএম
বাস খাদে পড়ে নিহত ২১

ভারতের কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মীরে গিয়েছিল।

আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার (৩০ মে) আখনুর শহরে জম্মু-পুঞ্চ জাতীয় সড়কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

জম্মু ও কাশ্মীরের পরিবহন কমিশনার রাজেন্দ্র সিংহ তারা জানিয়েছেন, জাতীয় সড়কের ওপর একটি বাঁকে এসে বাসচালক নিয়ন্ত্রণ হারান। ওই বাঁকের মুখে বাসটি খাদে গড়িয়ে পড়ে যায়। তবে বাঁকটি খুবই সাধারণ ছিল বলে জানিয়েছেন তিনি।

রাজেন্দ্র সিংহ তারা আরও বলেন, “সাধারণ একটি বাঁক ছিল জাতীয় সড়কের ওপর। তাতে চালকের অসুবিধা হওয়ার কথা নয়। হতে পারে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই না ঘুরে তিনি সোজা বাস চালিয়ে দেন। বাসটি খাদে পড়ে যায়।”

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, “আখনুরে বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি শোকস্তব্ধ। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। মৃতদের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Link copied!