স্কুলের পোশাক পরা ২ কিশোরী ও ১ কিশোর। খোলা রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে দুই কিশোরীর সঙ্গে উদ্দাম প্রেমে ডুবে যাচ্ছিল কিশোরটি। প্রথমে তিনজনই গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে ছিল। তারপর এক কিশোরীকে কোলে তুলে নেয় ওই কিশোর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে ভাইরাল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য আনন্দবাজার অনলাইন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, তিনজন একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। তারপর ছেলেটি একটি মেয়েকে চুম্বন করে এবং তাকে কোলে তুলে নেয়। গোটা ঘটনাটি বাড়ির বারান্দা থেকে ক্যামেরাবন্দি করেন এক স্থানীয় বাসিন্দা। এ ঘটনার সময় অন্য একজন এক বালতি পানি নিয়ে তিনজনের গায়ে ছুড়ে দেন। পানি পড়তেই তারা আলাদা হয়ে যায়। এসময় তাদের চলে যেতে বলা হয়। এ ছাড়া বারান্দা থেকে ওই ব্যক্তি তাদের দিকে এক পাটি জুতো ছুড়ে মারতেই মেয়ে দুটি সেখানে থেকে পালিয়ে যায়। কিশোরটি নিজের স্কুটারটি নিতে ফিরে আসে।
ভিডিওটি ‘সিং কিক্কি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদমাধ্যম ব্যবহারকারীরা। তারা মনে করছেন, স্কুলপড়ুয়াদের এই ধরনের আচরণ অনুপযুক্ত। তাদের সঠিক শিক্ষার অভাব রয়েছে। এই কারণে তারা এই ধরনের কাজ করছে।
আবার অনেকেই ওপর থেকে পানি ছুড়ে মারা এবং জুতো দিয়ে আঘাত করার মতো আচরণের সমালোচনা করেছেন।