• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬

বানরের ধাক্কায় ছাদ থেকে পড়ে গিয়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০২:৩২ পিএম
বানরের ধাক্কায় ছাদ থেকে পড়ে গিয়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু
বানর। ছবি : সংগৃহীত

বানরের ধাক্কায় ছাদ থেকে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্রী। এতে মাথায় চোট পায় ওই কিশোরী। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ জানুয়ারি) ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার ভগবানপুর থানাধীন মাঘার গ্রামে এ ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ওই কিশোরীর নাম প্রিয়া কুমার। সে গ্রামেরই একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। শীতের দুপুরে বাড়ির ছাদে বসে রোদ পোহাতে পোহাতে পড়াশোনা করছিল সে। এমন সময়ই নেমে আসে বিপদ। আচমকা ছাদে চলে আসে এক দল বানর। এতে ভয় পেয়ে যায় প্রিয়া। ছাদ থেকে সিঁড়ির কাছেও যেতে পারেনি সে।

বানরগুলো কিশোরীকে বারবার আক্রমণ করছিল। চিৎকার শুনে গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হয়েছিল। নীচ থেকে তারাও চিৎকার করছিল। পেছাতে পেছাতে একেবারে ছাদের কিনারায় চলে যায় কিশোরী। ঠিক তখনই একটি বানর তাকে সজোরে ধাক্কা মারে। এতে কিশোরী নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। পড়ে যায় ছাদ থেকে। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় বানরের উৎপাত বেড়েছে। বানরের উৎপাতে অতিষ্ঠ পথচারী মানুষও। জানালা দিয়ে বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে যখন তখন আক্রমণ করে বসে বানর।

ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনো অভিযোগও করেনি।

Link copied!