• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মার্কিন সিনেটে ‘ইতিহাস’ গড়লেন ২ কৃষ্ণাঙ্গ নারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০২:৪৯ পিএম
মার্কিন সিনেটে ‘ইতিহাস’ গড়লেন ২ কৃষ্ণাঙ্গ নারী
লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। ছবি : দ্য গার্ডিয়ান

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ২ কৃষ্ণাঙ্গ নারী। এর আগে সিনেটে ছয়জন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করেছেন। তবে একই সময় একাধিক নারী কখনোই ছিলেন না। যা এবারই প্রথম।

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সিনেটর নির্বাচিত হওয়া ২ কৃষ্ণাঙ্গ নারীরা হলেন, লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। লিসা ব্লান্ট ডেলাওয়্যার থেকে ও অ্যাঞ্জেলা মেরিল্যান্ড থেকে নির্বাচিত হয়েছেন।

গার্ডিয়ানের তথ্যমতে, ব্লান্ট রচেস্টার ডেলাওয়্যারের একজন কংগ্রেসওম্যান ও রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হবেন। আর সাবেক কাউন্টি এক্সিকিউটিভ ও প্রসিকিউটর আলসোব্রুকস মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ব্লান্ট রচেস্টার বলেন, “আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। এ দেশকে আমি কিছু দিতে চাই।”

ব্লান্ট রচেস্টার আরও বলেন, “আমরা এমন একটি দেশে বাস করছি, যে দেশের মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে উৎসাহী হয়। আমি তরুণদের কাছে একটি বার্তা রেখে দিয়েছি, যারা এখানে দাঁড়িয়ে আছে। এর থেকে আপনিও পরবর্তীতে এ স্থানে আসতে পারবেন।”

এদিকে ব্লান্ট রচেস্টার এবং আলসোব্রুকস অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, তারা তাদের নিজ নিজ রাজ্যে প্রচারণা চালিয়ে বন্ধু হয়ে উঠেছেন। এখন তারা নিজেদের ‘বোন সিনেটর-টু-বি’ বলে ঘোষণা করেন।

এর আগে মার্কিন সিনেটে ক্যারল মোসেলি ব্রাউন, কমলা হ্যারিস ও ল্যাফোনজা বাটলারসহ আরও তিনজন কৃষ্ণাঙ্গ নারী কাজ করেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!