• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মের ১৮ হাজার গরুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১০:০৮ এএম
যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মের ১৮ হাজার গরুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে একটি ডেইরি ফার্ম বা দুগ্ধ খামারে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির টেক্সাসের দিমিত শহরের দক্ষিণ ফর্ক ডেইরিতে ওই বিস্ফোরণ একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কারখানায় সৃষ্টি হওয়া মিথেন গ্যাস থেকে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন ও ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, ‘আনুমানিক ১৮ হাজার গবাদিপশু’ নেই।

স্থানীয় সংবাদমাধ্যমে শেরিফ সাল রিভেরা বলেছেন, “আগুন ছড়িয়ে পড়ার পরে বেশির ভাগ গবাদিপশু হারিয়ে গেছে। কিছু গবাদিপশু বেঁচে গেছে। আর কিছু আছে যেগুলো এমনভাবে আহত হয়েছে সেগুলোকে মেরে ফেলতে হবে।”

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে বহু গবাদিপশুর মৃত্যু হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!