শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩২ জন। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে থাইল্যান্ডের পূর্বাঞ্চলে প্রাচিনবুরি প্রদেশের নাদি জেলায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বুয়েং কান থেকে আসা বাসটি রায়ংয়ের দিকে যাচ্ছিল। বাসের চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে জানিয়েছে পুলিশ। রয়্যাল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি বলেন, ‘ঢালু রাস্তায় ব্রেক ফেল করায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে খাদে পড়ে যায় বলে ধারণা করছি।’
দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। দুর্ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন তিনি।
থাইল্যান্ডে প্রায়ই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। বেহাল সড়ক ও গাড়ির নিরাপত্তার মান নিশ্চিতে দুর্বল ব্যবস্থাপনা মূলত এর জন্য দায়ী। গত বছরও দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে ১৬ শিক্ষার্থীসহ ২৩ জন নিহত হয়।
২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৭৫ সদস্য দেশের ওপর জরিপ চালায়। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় থাইল্যান্ড নবম স্থানে রয়েছে।