মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেল ভেঙে দেড় হাজার বন্দী পালিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেল।
প্রতিবেদনে বলা হয়, জেল ভাঙার আগে ভেতরে সংঘর্ষে জড়ান বন্দীরা। এতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।
শুধু রাজধানীতেই নয়, দেশের আরও বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দী পালিয়েছেন বলে খবর মিলেছে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দেড়শ জনকে পুনরায় গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা যাবে বলে মনে করছে পুলিশ।
কয়েকদিন আগেই মোজাম্বিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তারপর থেকেই দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে।
রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৩৮০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।