• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে চার্চে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১৪০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:০৮ পিএম
পাকিস্তানে চার্চে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১৪০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জারানওয়ালাতে পাঁচটি চার্চে আগুন দেওয়া এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। হামলার পর দিন বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ অন্তত ১৪০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে  দ্য ডন।

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার বলেন, “আমরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।”

বুধবার (১৬ আগস্ট) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে তুলে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এ হামলা চালায় স্থানীয় মুসলিম জনতা। এ সময় ৫টি চার্চে আগুন দেওয়াসহ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর জানান, কুরআন অবমাননার ঘটনাটি পরিকল্পিত হিসেবে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। চার্চের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োজিত আছে।

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জারানওয়ালার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাকিস্তানের এই নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ধর্ম অবমাননা পাকিস্তানের সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে একটি। দেশটিতে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!