বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেতোতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ারফাইটার ও স্থানীয় মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, বাসটি ইউনিফ্রান্স নামে পরিচিত ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে পালানোর সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।
রাজ্যের দমকল বাহিনী জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে নিহতদের বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।