• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কঙ্গোর কনসার্টে পদদলিত হয়ে নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১১:২৪ এএম
কঙ্গোর কনসার্টে পদদলিত হয়ে নিহত ১১

কঙ্গোর রাজধানী কানসাসে অনুষ্ঠিত এক জনাকীর্ণ কনসার্টে পদদলিত হয়ে মারা গেছেন ২ পুলিশ কর্মকর্তাসহ ১১ জন। এ ঘটনার জন্য আয়োজকদের দোষারোপ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

আল-জাজিরা জানায়, শনিবার (২৯ অক্টোবর) আফ্রিকার জনপ্রিয় সংগীতশিল্পী ফ্যালি ইপুপার কনসার্ট আয়োজিত হয় কঙ্গোর সবচেয়ে বড় স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের ধারণক্ষমতার বাইরে চলে যায় দর্শক উপস্থিতি।

স্টেডিয়ামটির ধারণক্ষমতা ছিল ৮০ হাজার। তবে উপস্থিতি ছিল আরও অনেক বেশি। জায়গা না পেয়ে অনেকে ভিআইপি সেকশনেও ঢুকে পড়ে। একসময় পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কনসার্টে উপস্থিতি সামাল দিতে একসময় স্টেডিয়ামের বাইরে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।

নিহতদের প্রতি শোক প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন মারা গেছেন। কতগুলো মানুষের জীবন চলে গেল। এর জন্য আয়োজকদের অবশ্যই শাস্তি পেতে হবে।”

এক পুলিশ কর্মকর্তা জানান, প্রচণ্ড ভিড়ে নিশ্বাস নিতে পারছিলেন না সংগীতপ্রিয় এই দর্শকরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!