সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমিতে ড্রোন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সামরিক একাডেমির স্নাতক ডিগ্রি প্রদানের অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।
ব্রিটেনভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অর্ধেকের বেশি সামরিক একাডেমির স্নাতক ডিগ্রিধারী। বেসামরিক নাগরিক রয়েছেন ১৪ জন।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী বলছে, ‘আন্তর্জাতিক শক্তির মদদ রয়েছে —এমন সন্ত্রাসী গোষ্ঠী’ হামলায় জড়িত। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে অনুষ্ঠান শেষ হওয়ামাত্র একাধিক ড্রোন থেকে একযোগে হামলা চালানো হয়। এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে কড়া জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় দুই শতাধিক আহত হয়েছেন। তবে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় ১২৫ জন আহত হয়েছেন।
এই ভয়াবহ হামলার পর তিন দিনের শোক ঘোষণা করেছে সিরিয়া সরকার। আজ শুক্রবার থেকে এই শোক শুরু হয়েছে।