ভারতের জম্মু-কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী বাসে জঙ্গি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (৯ জুন) রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে বাসটি শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। এতে ১০ জন তীর্থযাত্রী নিহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
কাশ্মীরে এই জঙ্গি হানার ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, “কাশ্মীরের এই হানার দ্রুত তদন্ত হওয়া দরকার। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”