• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষে নিহত ১, আহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৩৩ পিএম
বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষে নিহত ১, আহত ৩
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে অবতরণের পর ২ বিমানের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অসমর্থিত সূত্র দাবি করেছে, ধাক্কা দেওয়া বিমানটির পাইলট নিহত হয়েছেন। সিবিএস তথ্যটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ব্যান্ড মোটলি ক্রুয়ের ভিন্স নিলের মালিকানাধীন লিয়ারজেট-৩৫এ বিমানটি দুপুর ২ট ৪৫ মিনিটে স্কটসডেল মিউনিসিপ্যাল​বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সরে যায়। এ সময় একটি গালফস্ট্রিম-২০০ বাণিজ্যিক বিমান নিজস্ব জায়গায় পার্ক করা ছিল। নিয়ন্ত্রণ হারানো বিমানটি সেই পার্কিংয়ে গিয়ে অন্য বিমানটিকে ধাক্কা দেয়।

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও বলেন, “প্রাথমিক চিকিৎসা কর্মীরা পাঁচজন আহতকে বিমানবন্দর হাসপাতালে আনেন। একজনকে পৌঁছানোর সাথে সাথে মৃত ঘোষণা করা হয়। আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!