• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
গাজায় মানবিক বিপর্যয়

এক মিনিটে এক রোগী পাচ্ছে হাসপাতালগুলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০৭:২৭ পিএম
এক মিনিটে এক রোগী পাচ্ছে হাসপাতালগুলো

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে গাজা উপত্যকায়। নির্বিচার বোমা হামলায় মরছে গাজার নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ। সোমবার দশম দিনেও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল পৃথিবীর একমাত্র ছাদবিহীন এই বন্দিশালায়। সেখানে প্রতি মিনিটে মিনিটে বাড়ছে নিহত, আহত আর নিখোঁজ মানুষের সংখ্যা।

আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ৯ হাজার ৬০০ জন। ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে ১০০০ ফিলিস্তিনি।

গাজার হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, প্রতি মিনিটে তারা একজন করে রোগী পাচ্ছে। আহত মানুষের এই চিত্র দেখেই হামলার ভয়াবহতা অনুমাণ করা যায়। জাতিসংঘের মানবিক কার্যালয় সতর্ক করেছে যে, গাজার হাসপাতালের জ্বালানির মজুদ শেষ। সম্ভবত আর কয়েক ঘণ্টার জ্বালানি আছে।

অন্যদিকে, সিনাই উপদ্বীপের কাছে গাজা-মিশরের সীমান্ত ‘রাফা ক্রসিং’ পয়েন্ট খুলে দেওয়ার খবরে সেখানে সোমবার (১৬ অক্টোবর) জড়ো হয়েছিল গাজার হাজার হাজার উদ্বাস্তু। তবে রাফার সেই ক্রসিং পয়েন্ট খুলে দেওয়া হয়নি। মিশরে প্রবেশের আশায় সীমান্তে গিয়েও চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই উদ্বাস্তুরা।

এদিকে ইসরায়েল এবং হামাস উভয়েই দক্ষিণ গাজায় যুদ্ধবিরতির খবর অস্বীকার করেছে। মিশরের নিরাপত্তা সূত্র বলেছে যে, এই ধরনের চুক্তি হওয়ার কথা ছিল। এজন্যই খবরটি ছড়িয়েছে। তবে চুক্তিটি শেষতক হয়নি।

জাতিসংঘের তথ্যে জানা গেছে, গাজার মানুষ খাবার পানির জন্য যুদ্ধ করছে। সুপেয় পানি না পেয়ে জীবন বাঁচানোর জন্য বর্জ্যমিশ্রিত পানি পান করায় স্বাস্থ্য সঙ্কট তৈরি হচ্ছে আবাসিক এলাকাগুলোতে। 

গাজার এক মুখপাত্র ইয়াদ আল-বোজোম বলেছেন, অবরুদ্ধ ছিটমহলের সকল লাইনে ১০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এছাড়া কোনো পরিষেবা নেই এখানে, সবকিছুই বন্ধ।

অপরদিকে, গাজার খান ইউনিসের সবচেয়ে বড় নাসের হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলি ইসরায়েলি বোমা হামলায় আহত এবং নিহতদের নিয়ে আসা অব্যাহত রেখেছে এখনো। বিপুল সংখ্যক আহত রোগীদের থাকার জন্য, হাসপাতালটির কম্পাউন্ডে অস্থায়ীভাবে তাঁবু স্থাপন করা হয়েছে।

রাফাহ সীমান্ত ক্রসিং নিয়ে বিভ্রান্তি
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হবার পর গাজা ও মিশরের রাফা সীমান্ত ক্রসিংয়ে সোমবার দিনভর জড়ো হতে থাকে উদ্বাস্তু গাজাবাসি। তারা আশায় ছিলেন, তাদেরকে মিশরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সেটি খুলে দেওয়া হয়নি।

Link copied!