• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

কাবুল বিমানবন্দরে রকেট হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১২:৩৩ পিএম
কাবুল বিমানবন্দরে রকেট হামলা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩০ আগস্ট) এ রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন। তার আগে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে এ রকেট হামলা চালানো হলো। 

যুক্তরাষ্ট্রে এক কর্মকর্তা রয়টার্সকে জানায়, কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রকেটগুলো প্রতিহত করেছে।

এ হামলায় কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ রকেট হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এর আগে রোববার (২৯ আগস্ট) আফগানিস্তানে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাদের দাবি, কাবুলে চালানো এই ড্রোন হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। তারা হামলার উদ্দেশ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ সদস্যসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে আইএসকেপি।

Link copied!