কাবুলে রকেট হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে মার্কিন বাহিনী।
বিবিসি জানায়, বিমানবন্দরের আত্মঘাতী হামলার প্রস্তুতির সময় হামলাকারীর গাড়িকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, এই অভিযানে সশস্ত্র ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া সিবিএস নিউজকে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, “প্রাথমিক প্রতিবেদনে কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা জানা যায়নি। সঠিক লক্ষ্যে আঘাত করার ব্যাপারে আমরা আশাবাদী।”
হামলাকারীর গাড়িতে বিস্ফোরক থাকায় রকেট হামলার পরেও দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করেন এই মার্কিন কর্মকর্তা।
এছাড়া তালেবানের একজন মুখপাত্রও সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সতর্কতার মধ্যেই রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট হামলার ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ খবর জানায় বিবিসি। এতে এক শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানায় বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক ভবনে আঘাত হানে রকেটটি। তবে বিমানবন্দরের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি বা হামলার খবর পাওয়া যায়নি।