• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

হিজাব না পরায় সিএনএন সাংবাদিককে সাক্ষাৎকার দেননি রাইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০২:৫৫ পিএম
হিজাব না পরায় সিএনএন সাংবাদিককে সাক্ষাৎকার দেননি রাইসি

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে উপস্থিত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন সিএনএন এর সাংবাদিক ক্রিস্টিন আমানপোর। পূর্বনির্ধারিত এই সাক্ষাৎকারে পরমাণু ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সাংবাদিক হিজাব না পরায় সাক্ষাৎকারে উপস্থিত হননি ইব্রাহিম রাইসি।

আমানপোর বলছেন, অতীতে ইরানের অভ্যন্তরে বা বাইরে সে দেশের কোনো নেতার সাক্ষাৎকার নেওয়ার সময় কেউই এ ধরনের অনুরোধ কখনো করেননি। তিনি আরও বলেন, রাইসির ঘনিষ্ঠজনদের একজন তাকে বলেছেন, ইরানের বর্তমান পরিস্থিতির কারণে এই শর্ত দেওয়া হয়েছে।

আমানপোর ধারণা করছেন, হিজাব নিয়ে চলমান আন্দোলনের মধ্যে হিজাব ছাড়া একজন ব্যক্তিকে সাক্ষাৎকার দিলে রাইসি প্রশ্নের মুখে পড়তে পারেন। একারণেই সাক্ষাৎকার বাতিল করেছেন রাইসি।

সম্প্রতি ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না পরার অভিযোগে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে ঘিরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশ মাশা আমিনি নামের ওই তরুণীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করার তিন দিন পর তিনি মারা যান।

আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে ইরানের ৮০টি শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!