• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সামরিক আদালতে সু চির ৩ বছরের কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:২৬ পিএম
সামরিক আদালতে সু চির ৩ বছরের কারাদণ্ড

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। নির্বাচনে জালিয়াতির অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে।

রয়টার্স জানায়, এ নিয়ে সু চিকে মোট ১৭ বছর কারদণ্ড দেওয়া হয়েছে। তবে সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তাদের অভিযোগ ছিল সু চির দল এনএলডি জালিয়াতি করে ২০২০-এর নভেম্বর মাসের নির্বাচনে জয়লাভ করেছে। ওই নির্বাচনে এনএলডির বিপক্ষে ছিল সামরিক বাহিনীর তৈরি করা একটি দল।

৭৬ বছর বয়স্ক সু চির বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও গোপনীয়তা লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়েছে। রায় প্রকাশিত হলে সব কটি মামলা মিলিয়ে ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে এই নোবেল বিজয়ীর।
 

Link copied!