• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

আফগানিস্তানে ৯ বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১০:০৫ পিএম
আফগানিস্তানে ৯ বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে

তালেবানের নিয়ন্ত্রণে যাওয়া আফগানিস্তানে ৯ জন বাংলাদেশি থাকার তথ্য পাওয়া গেছে।

রোববার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ৯ জনের মধ্যে ছয়জন ব্র্যাকের কর্মী। আর তিনজন আছেন কাবুলের কারাগারে।

রাষ্ট্রদূত বলেন, “ব্র্যাকের কর্মীরা হলেন ঢাকার করিম শিকদার ও মোহাম্মদ সরফরাজ, রংপুরের আসাদুজ্জামান, যশোরের কামাল হোসেন, ফরিদপুর রফিকুল হক মৃধা ও নোয়াখালীর ইউসুফ হোসেন। তারা চেষ্টা করছেন আগস্টের ১৮ তারিখের ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসতে।”

কারাবন্দিদের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “কাবুলে পুল এ চরকি নামে একটি বড় জেলখানা আছে। ওই কারাগারে তিনজন বাংলাদেশি ছিল। তারা হলেন ঢাকার ভাসানটেকের কাউছার সুলতানা, নোয়াখালীর ওবায়দুল্লাহ এবং খুলনার মঈন আল মেসবাহ। তালেবানরা কারাগারের তালা ভেঙে ভেতরে ঢুকলে কয়েদিরা সব পালিয়ে যায়। তার মধ্যে মঈন আল মেসবাহও আছেন।”

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেই দেশ ছড়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। তবে বল প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা গ্রহণের অপেক্ষায় রয়েছে বিদ্রোহীরা।

এদিকে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট গনি দেশের সংকট সমাধানের ক্ষমতা রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার (১৬ আগস্ট) কাতারের দোহা সফর করবে প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ইউনুস কানুনি, আহমদ ওয়ালী মাসউদ, মোহাম্মদ মহাকিকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন।