• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৯:৩৭ এএম
আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আফগানিস্তানের কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদীর বাড়িতে হামলা চালিয়েছে বন্ধুকধারীরা। এ সময় সরকার বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

বিসিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩ আগস্ট) রাতে কাবুলের কঠোর নিরাপত্তায় ঘেরা গ্রিন জোন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অবশ্য হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদী বাড়িতে ছিলেন না। হামলার পরপরই তার পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

হামলার পর প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদী জানিয়েছেন, তিনি বা তার পরিবারের সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু বাড়ির নিরাপত্তারক্ষী কয়েকজন আহত হয়েছেন। টুইটারে তিনি বলেন, ‘উদ্বেগের কারণ নেই, সবকিছু ঠিক আছে।’

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র এই হামলার জন্য তালেবানদের দায়ী করেছে। 

কয়েক দিন ধরে আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে ১৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তানের লস্করগাহ এবং কান্দাহারে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। 

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

Link copied!