• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

চীনে আবারও সংক্রমণ বাড়ায় উদ্বেগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৭:০৩ পিএম
চীনে আবারও সংক্রমণ বাড়ায় উদ্বেগ

ডেল্টা ধরণের প্রাদুর্ভাবে চীন এবং অস্ট্রেলিয়ায় আবারও কঠোর হচ্ছে করোনাকালীন স্বাস্থ্যবিধি। চীনে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ রোধে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

এএফপি জানায়, শনিবার (৩১ জুলাই) চীনের আরও দুটি এলাকায় করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ে। ফুজিয়ান প্রদেশ ও চংকিংয় শহরে নতুন করে শনাক্ত হচ্ছে রোগী। 

নানজিং শহরে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে লকডাউন। মহামারী আরও ভয়ানক আকার ধারন করার আগে সতর্ক হতে সাবাধান করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

শনিবার পর্যন্ত বেইজিং, চংকিংসহ চীনের পাঁচটি প্রদেশে নতুন করে করোনা ছড়িয়েছে। নানজিং শহরে ডেল্টা ধরনে আক্রান্ত ২০০-র বেশি রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে বিমানবন্দরেই আক্রান্ত নয়জন পরিছন্নতাকর্মী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই গত চার সপ্তাহে ৮০ শতাংশ করোনা সংক্রমণ হয়েছে ডেল্টা ধরনের প্রকোপে। ভারতে প্রথম সনাক্ত হওয়া ডেল্টা করোনাভাইরাস এখন ১৩২ টি দেশে আতঙ্ক ছড়াচ্ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এর বিভিন্ন রূপ।

Link copied!