• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হংকংয়ে যে স্লোগান আপনাকে জেলে পাঠাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৫:০৯ পিএম
হংকংয়ে যে স্লোগান আপনাকে জেলে পাঠাবে

গত কয়েক বছর ধরেই স্বায়ত্তশাসন নিয়ে হংকংয়ের সঙ্গে বিরোধ চলছ চীনের। ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটলে এই অঞ্চলের কর্তৃত্ব নেয় চীন। যদিও চুক্তি অনুযায়ী এই অঞ্চলের সার্বভৌমত্বে কোনভাবেই হস্তক্ষেপ করার অধিকার রাখে না তারা।

আর তাই ২০১৯ সালে দেশটি থেকে বন্দী হস্তান্তরে চীন নতুন আইন জারির পরই সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রাজপথে নামে হংকংবাসী। শুরু হয় স্বাধীনতার দাবিতে আন্দোলন। যদিও পরবর্তীতে স্বাধীনতাপন্থী নেতাকর্মীদের ধরপাকড় আর হংকংয়ের সংসদীয় ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় চীন ও চীনপন্থি আঞ্চলিক সরকার।

২০১৯ সালের আন্দোলনের সময় সবচেয়ে আলোচিত ছিল একটি স্লোগান। তবে সম্প্রতি এই স্লোগানের কারণে এক ব্যক্তিকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বছরখানে আগেই “সময় এখন বিপ্লবের, হংকং স্বাধীন করো” শহরজুড়ে এই স্লোগান মাতিয়ে রেখেছিল স্বাধীনতাকামীদের। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে হাজার হাজার মানুষ রাজপথে এই স্লোগান দিয়েছিল।

তবে বিবিসি জানায়, এ সপ্তাহে এই স্লোগানসম্বলিত একটি পতাকা বহন করার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। এই ঘটনা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে প্রতিবাদ জানিয়েছে হংকংয়ের অ্যাক্টিভিস্টরা।

হংকংয়ের উপনির্বাচনে ২০১৬ সালে এই বাক্যটি প্রথম ব্যবহার করছিলেন রাজনীতিবিদ এডওয়ার্ড লিউং। নির্বাচনী প্রচারের জন্য ব্যবহৃত এই স্লোগান পরবর্তীতে স্বাধীনতাকামীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

Link copied!