• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

উত্তাল দক্ষিণ আফ্রিকায় অসহায় বাংলাদেশিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:০৪ পিএম
উত্তাল দক্ষিণ আফ্রিকায় অসহায় বাংলাদেশিরা

দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের প্রতিবাদে গত ছয় দিন ধরেই বিক্ষোভ করছে সমর্থকেরা। সিএনএন জানায়, গত কয়েকদিনের সহিংসতায় দেশটিতে ৭২ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে এক হাজারের বেশি প্রতিবাদকারী।

এদিকে দক্ষিণ আফ্রিকার এই অস্থিরতার মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ সংঘর্ষের সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা ও লুটপাটের কারণে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক বাংলাদেশি।

বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রবাসীরা জানান, আর্থিক ক্ষতির পাশাপাশি খাদ্য, জ্বালানি ও নাগরিক সুবিধার অভাবে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

সহিংসতার সময় শপিংমলসহ স্থাপনা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও লোকসানে পড়েছেন।

প্রবাসীদের জরুরি সহায়তা দেওয়ার চেষ্টা করছে ইসলামিক ফোরাম অফ আফ্রিকা ও বাংলাদেশি প্রবাসীদের সংগঠনগুলো। তবে দেশজুড়ে আন্দোলন বন্ধ না হওয়া পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা।

Link copied!