• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‌পশ্চিমবঙ্গের পর দিল্লি জয়ের ঘোষণা মমতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৪:১৩ পিএম
‌পশ্চিমবঙ্গের পর দিল্লি জয়ের ঘোষণা মমতার

ভারতের বিধানসভা নির্বাচনের পর পৌরসভাতেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃনমূল কংগ্রেস। 

তাই দলের পরবর্তী লক্ষ্য এখন রাজধানী দিল্লি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যেও তৃনমূলের প্রচার বাড়াচ্ছেন তিনি। মেদিনীপুরের সমাবেশ থেকে আগামীতে দিল্লি জয়েরও ঘোষণা দিলেন মমতা।

তিনি বলেন, “‌আমরা ঐক্যবদ্ধ হলে দিল্লি একদিন বাংলার হাতের মুঠোয় আসবেই। তৃণমূল কংগ্রেস সারা দেশকে পথ দেখায়। আগামিদিনে ভারতবর্ষ জয় করব আমরা। দলের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি নই, আমরা হয়ে লড়াই করতে হবে।”

নির্বাচনে ভরাডুবির পর অনেক বিজেপির নেতাই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। ফলে কেন্দ্রের ক্ষমতা অর্জনে আরও আত্মবিশ্বাস হয়েছে দলটি। তাই দিল্লি জয়ের জন্য সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Link copied!