• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

৭.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০১:১৭ পিএম
৭.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার দেশটির পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে ও ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে পোর্ট মোরেসবি পর্যন্ত তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। উপকূলীয় শহর মাদাং ও অভ্যন্তরীণ এলাকাগুলোতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি হলেও পরে সেই আশঙ্কা কেটে গেছে। তবে উপকূলীয় কিছু এলাকায় সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা সামান্য ওঠানামা করতে পারে। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। বিভিন্ন এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের পর পূর্বাঞ্চলীয় শহর গোরোকাতে একটি বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও জানালার ছাউনিতে বড় ফাটল সৃষ্টি হয়েছে। জাইস আবেন রিসোর্টের কর্মী হিভি আপকোর বলেন, “ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল। সবকিছু যেন সাগরে ভেসে থাকা নৌকার মতন দুলছিল।”

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ‘রিং অফ ফায়ার’ এর উপর অবস্থিত পাপুয়া নিউগিনি। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়। ২০০৪ সালে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায়  ৯.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সূত্রপাত হয়। এতে ইন্দোনেশিয়াসহ আশেপাশের সমগ্র অঞ্চলজুড়ে ২ লাখের বেশি মানুষ মারা যায়।

Link copied!