• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৪৫ ঘণ্টার চেষ্টায় পর্বতারোহীকে উদ্ধার করল সেনাবাহিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০২:৪৮ পিএম
৪৫ ঘণ্টার চেষ্টায় পর্বতারোহীকে উদ্ধার করল সেনাবাহিনী

সোমবার (৭ ফেব্রুয়ারি) কেরালার পালাক্কড় জেলার কুরুমবাচি পাহাড়ে চড়তে গিয়েছিলেন ২৩ বছরের পর্বতারোহী আর বাবু। সহযাত্রীরা সবাই পাহাড় বেয়ে উঠে গেলেও একটি খাঁজে আটকা পড়েন তিনি।

ছোটো সেই গর্তটিতে বসারও জায়গা ছিল না। দড়ি, লাঠি এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করেও তাকে উদ্ধার করতে পারেনি সহযাত্রীরা।

রাত ১২ টার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধারকাজ শুরু করা যায়নি।

মঙ্গলবার সকালেও বাবুর কাছে পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। বাবু কোথায় আটক আছেন, তা চিহ্নিত করতে ড্রোন ওড়ানো হয়। কোচি থেকে ভারতীয় কোস্ট গার্ডের বাহিনীর হেলিকপ্টারও তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

এরপর মঙ্গলবার রাত ১ টার দিকে সেনাবাহিনীর আরেকটি পর্বত বিশেষজ্ঞরা দল ঘটনাস্থলে পৌঁছায়। বিমান করে প্যারাশুট রেজিমেন্ট আরেকটি দল আসে ভোর চারটায়।

ভোর ৫ টা ৪৫ মিনিটে শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ চেষ্টার পর অবশেষে তাকে উদ্ধারে সক্ষম হয় সেনারা। ততক্ষণ পর্যন্ত নানান কায়দায় খাবার ও পানি পৌঁছান হয়েছিল তাকে।

প্রায় ৪৫ ঘণ্টা পাহাড়ে আটক থাকার পর উদ্ধার হয়েছেন এই পর্বতারোহী। দীর্ঘক্ষণ আটকে থাকলেও বড় কোনও আঘাত পাননি তিনি।

Link copied!