• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২০ দিনের লকডাউনে অস্ট্রিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:৪৬ পিএম
২০ দিনের লকডাউনে অস্ট্রিয়া

টিকা না দেওয়া ব্যক্তিদের লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়ার পর এবার দেশজুড়েই লকডাউনের ঘোষণা দিতে বাধ্য হলো অস্ট্রিয়া। সোমবার থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার।

অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ জানান, ২০ দিনের জন্য স্থায়ী হবে এবারের লকডাউন। এছাড়া ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে টিকা নেওয়া বাধ্যতামূলক করে একটি আইন জারি করা হবে।

পশ্চিম ইউরোপে টিকাদানে সবচেয়ে পিছিয়ে থাকা দেশ অস্ট্রিয়া। সম্প্রতি দেশটির সাপ্তাহিক সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়েছে।

করোনা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পশ্চিমাঞ্চলে অস্ট্রিয়ার ৯ প্রদেশের গভর্নরদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, “আমরা করোনার পঞ্চম ঢেউ দেখতে চাই না। রাজনৈতিক কারণ ছাড়াও টিকাবিরোধী ও ভুয়া খবরের কারণে অনেকে টিকা নিতে চাচ্ছে না। তাই এখনই টিকাদানে চূড়ান্ত আইন কার্যকর করা যাচ্ছে না।”

অস্ট্রিয়া ছাড়াও ইউরোপের অনেক দেশে করোনার ডেলটা ধরনের প্রকোপে নানা বিধিনিষেধ আরোপ হয়েছে। লকডাউনের পরিকল্পনাও করছে কয়েকটি দেশ।

দেশটিতে টিকা নেননি, এমন মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। তাই এর আগে সংক্রমণ ঠেকাতে কেবল টিকা না নেওয়া মানুষদের লকডাউনের আওতায় রাখার সিদ্ধান্ত হয়। এর মাত্র পাঁচ দিন পরেই দেশজুড়ে লকডাউনের ঘোষণা এলো।

Link copied!