• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২০২১ সালে দশ দুর্যোগে ক্ষতি ১৭ হাজার কোটি ডলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০১:৪৭ পিএম
২০২১ সালে দশ দুর্যোগে ক্ষতি ১৭ হাজার কোটি ডলার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। বেসরকারি সংস্থা ক্রিশ্চিয়ান এইডের এক পর্যবেক্ষণে দেখা যায়, ২০২১ সালে কোটি কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গবেষণায় দেখা যায় এর মধ্যে ১০টি প্রাকৃতিক দুর্যোগের প্রতিটিতে গড়ে প্রায় ১৫০ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে আগস্টে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন আইডাতে। আইডার মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি ডলার।

এছাড়া জুলাইয়ে ইউরোপে ভয়াবহ বন্যাতেও ৪ হাজার ৩০০ কোটি ডলার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারিতে টেক্সাসের শীতকালীন তুষার ঝড়ে ২ হাজার ৩০০ কোটি ও চীনের ১ হাজার ৭০০ কোটি ডলার ক্ষয়ক্ষতি হয়। অন্যান্য দুর্যোগগুলোতেও ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ডলার।

বিবিসি জানায়, অনেক দরিদ্র অঞ্চলে বন্যা ও ঝড়ের কারণে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মারাত্মক দুর্ভোগে পড়েছে জনজীবন। সব প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সরাসরি যোগাযোগ না থাকলেও পরোক্ষভাবে একেই প্রধান কারণ মনে করছেন বিজ্ঞানীরা।

এরই মধ্যে গবেষকরা প্রমাণ পেয়েছেন যে, ঘূর্ণিঝড় ও হারিকেনের সঙ্গে সম্পর্কিত দুর্যোগগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ঘটছে।

এর আগে আগস্টে জাতিসংঘের জলবায়ুবিষয়ক কমিটি (আইপিসিসি) এক প্রতিবেদনেও গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের সঙ্গে মানুবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রমাণ শক্তিশালী রয়েছে বলে উল্লেখ করা হয়।

Link copied!