রাশিয়ায় ১৬ জন আরোহী নিয়ে লেক কুরিলে এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার দেশটির কামচাতকা উপদ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই পাইলটসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই পর্যটক ছিলেন। ওই হেলিকপ্টারে মোট ১৩ যাত্রী এবং তিন ক্রু সদস্য ছিলেন। ৪০ জন উদ্ধারকর্মী এবং ডুবুরি হতাহতদের উদ্ধারে কাজ করছেন।
গত ৬ জুলাই ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করছিল। ২৮ আরোহীর মধ্যে ৬ জন ক্রু সদস্য এবং দুটি শিশুও ছিল।