ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। প্রতিদিনই বাড়ছে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
এদিকে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পর থেকে জ্বালানির দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে।
সোমবার বিবিসি জানায়, তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এত বেশি হারে বেড়েছিল।
এই মুহূর্তে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩৯ ডলারের পৌঁছেছে।
বিশেষজ্ঞরা জানান, সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়াকে বের করে দেওয়ায় দেশটি থেকে তেল আমদানি বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার তেল রপ্তানি বন্ধের আতঙ্কের মাঝেই তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।