• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

১০০ বছরে আফগানিস্তানের ১৮ পতাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৩:৪৪ পিএম
১০০ বছরে আফগানিস্তানের ১৮ পতাকা

১৫ আগস্ট তালেবানের হাতে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তালেবানের সাদা-কালো পতাকা।

নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া তালেবান নেতারাও সংবাদ সম্মেলনে এই পতাকা ব্যবহার করেছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে জাতীয় পতকা নামিয়ে তালেবানের পতাকা উত্তোলন করা নিয়ে সংঘর্ষও হয়েছে। 

এদিকে আল-জাজিরার তথ্য বলছে, পতাকা পরিবর্তন আফগানিস্তানে নতুন কিছু নয়। ১৯০১ সালে থেকে এ পর্যন্ত ১০০ বছরে অন্তত ১৮ বার বদলেছে আফগান পতাকা।

১৯০১ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত সম্রাট হবিবুল্লাহ খান আফগানিস্তান শাসন করেন। সেসময় কালো পতাকায় সাদা রঙের একটি মসজিদের নীচে দু’টি তলোয়ারের ছবি যুক্ত ছিল। যার বাইরে ছিল ফুলের মালার আকৃতির প্রতীক।

১৯২১ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পতাকার মসজিদের নকশা ও তলোয়ারের আকার বদল হয়। এছাড়াও মসজিদের বাইরের ফুলের মালার পরিবর্তে যুক্ত হয় আট কোণবিশিষ্ট তারকার নকশা।
১৯২৬ সালে তারকার নকশা সরিয়ে আবারও পতাকায় ফিরে ফুলের মালা। একইসঙ্গে বাদ পড়ে তরবারি জোড়া।
 


১৯২৯ সাল সাদা-কালো পতাকার পরিবর্তে লাল, কালো, সাদা তিন রঙের নতুন পতাকা তৈরি হয়। ভেতরের সব প্রতীক বাদ দেওয়া হয়।

একই বছর নতুন শাসক মহম্মদ নাদির শাহ পতাকার নকশার বদলান। প্রথমবার তিন রঙের পতাকায় সাদা রঙের পরিবর্তে আসে সবুজ রঙ। ফিরে আসে আগের মসজিদের নকশা ও তরবারি।

চার বছর পর ১৯৩৩ সালে নাদির শাহের ছেলে মহম্মদ জাহির শাহ পতাকার রং ঠিক রেখে ভিতরের মসজিদসহ অন্যান্য নকশা পরিবর্তন করেন। যুক্ত করেন আরবিতে লেখা সাল।

১৯৭৩ সালে তৎকালীন শাসক মহম্মদ দাউদ পতাকায় উল্লিখিত সাল মুছে দেন। ১৯৭৪ সালে পতাকার তিনটি রঙের ঠিক রেখে তাদের অবস্থান বদলে দেন তিনি। উপর থেকে কালো, লাল ও সবুজ রঙ নির্বাচন করা হয় পতাকায়। উপরের বাম কোণে যুক্ত হয় ঈগল পাখির নকশা।

১৯৭৮ সালে কমিউনিস্ট শাসকরা ক্ষমতা দখল করে লাল রঙের পতাকা নির্বাচন করেন। এক কোণে গমের ছবির মাঝে স্থান পায় আরবিতে লেখা‘জনগণ’ শব্দটি।

১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সহায়তায় নতুন প্রেসিডেন্ট বাবরাক কারমাল ক্ষমতায় আসেন। ফের বদল হয় পতাকা। আগের কালো, লাল, সবুজ রঙ ফিরে আসে। যুক্ত হয় ধর্মগ্রন্থ, সূর্য ও তারকার নকশা।

ছ’বছর পর ১৯৮৬ সালে নতুন প্রেসিডেন্ট মহম্মদ নাজিবুল্লাহ পতাকার উপরের প্রতীকগুলো বদলে দেন।


১৯৯২ সালে বিদ্রোহী গোষ্ঠী মুজাহিদিন কাবুলের দখল করে। নতুন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির শাসনে সবুজ, কালো ও সাদা পতাকায় আগের মতো তরবারি আর মসজিদের নকশা যুক্ত হয়। 

এরপর গৃহযুদ্ধের শেষে কাবুলের নিয়ন্ত্রণ পায় তালেবান। ১৯৯৬ সালে প্রথম তালেবান শাসনে সাদা কাপড়ের মাঝে কালো হরফে লেখা কালেমাযুক্ত পতাকা পায় আফগানরা।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের সেনা অভিযান শুরু হলে প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতায় আসেন। আগের সবুজ, সাদা, কালো পতকায় মসজিদ, তরবারি ফিরে আসে। আর সঙ্গে কালেমাও যুক্ত হয়।

২০০২ সালে আবারও কালো, লাল, সবুজ পতকা ফিরিয়ে আনা হয়। মসজিদ আর মালার প্রতীক ফের যুক্ত হয়। এরপর ২০১৩ ও ২০১৪ সালে ভেতরের প্রতিকের আকৃতি পরিবর্তন হলেও পতাকার রঙ আর বদলায়নি।

অবশেষে ২০২১ এর অগস্টে ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালিবান। ফিরে আসে সেই সাদা-কালো রঙের কালেমা লেখা যুক্ত পতাকাটি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!