হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে অস্থিরতার মাঝে সম্প্রতি এক মুসলিম ছাত্রীকে কলেজে প্রবেশে বাধা দেয়ার ভিডিও ভাইরাল হয়। মুসকান নামের বোরখা পরা সেই ছাত্রী কলেজে প্রবেশ করতে গেলে তার পিছু নেন একদল যুবক।
উগ্র হিন্দুত্ববাদী সংঠনের গেরুয়া ওড়না পরনে সেই যুবকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিলেন। এতে বিচলিত না হয়ে ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেন মুসকান। তারপর প্রবেশ করেন কলেজে।
এই ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। ভারতের পাশাপাশি অনেক দেশেই বিশিষ্টজনেরা হিজাব পরার অধিকারকে সমর্থন জানিয়েছেন। মুসকানের সাহসিকতার প্রশংসা করেন সবাই।
এদিকে হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ায় বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইটারে একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন পোস্ট করে এ ব্যাপারে নিজের অবস্থান জানান তিনি।
মালালা লিখেছেন, পড়াশোনা ও হিজাবের মধ্যে যেকোন একটা বেছে নিতে বাধ্য করছে কলেজ। মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে বাধা দেওয়ার বিষয়টি ভয়াবহ। পোশাক খোলামেলা হোক বা ঢাকা - নারীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা এখানেও অব্যাহত আছে। মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা না করা হয়, সেই বিষয়টি ভারতীয় নেতাদের অবশ্যই দেখতে হবে।
মঙ্গলবার সকালে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে গেরুয়া ওড়না ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন হিজাব বিরোধীরা। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে ‘ন্যায় বিচার’ দাবিতে স্লোগান দেন হিজাব পরিহিত ছাত্রীরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনদিনের জন্য সেখানকার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।