• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের দিচ্ছে গরম চা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:৪২ এএম
সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের দিচ্ছে গরম চা!

সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সক্রিয় রাখার বিকল্প নেই। শীতের ভোরে কুয়াশা আর চালকদের ঘুম ভাবের কারণেই অধিকাংশ সড়ক দুর্ঘটনা  ঘটে। সেই কথা মাথায় রেখেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের  চা খাওয়াচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

শীতের সকালে আলসেমি উড়ে যেতেই পুলিশদের এই উদ্যোগ। কাপে কিংবা গ্লাসে করে গাড়ি চালকদের হাতে তুলে দিচ্ছেন ধোঁয়া ওঠা গরম চা। 

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সম্প্রতি গভীর রাতে নদিয়ায় মালবাহী গাড়ির দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। কলকাতায়  চালক ক্লান্ত থাকার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। উত্তর কলকাতার চিৎপুর, কাশীপুর, দক্ষিণ কলকাতার তারাতলা, বেহালা, পূর্ব কলকাতার  বাইপাস, বাসন্তী হাইওয়েতে রাত ও ভোরে গাড়ি চালকদের আরও সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক হয়েছে পুলিশও।

পুলিশ জানায়, বিশ্রামের অভাবে চালকদের ঘুম আসতেই পারে। তাতেই দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে হাইওয়েতে। একাধিক দুর্ঘটনার তদন্ত  করে দেখা যায়, কিছু চালক হয়তো সারাদিন ঘুমাননি, রাতেও তাকে গাড়ি চালাতে হয়েছে। এটি দুর্ঘটনার অন্যতম কারণ।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে শুধু চলন্ত গাড়িতে চালক ঘুমিয়ে পড়ায় কলকাতার বিভিন্ন জায়গায় মোট ৩২ সড়ক দুর্ঘটনা ঘটে।

কলকাতা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, গাড়ি চালকদের চোখে যেন ক্লান্তি না আসে, এ জন্য় নতুন ‘অভিযান’ শুরু করা হয়েছে। চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার না নিয়ে চালকদের কাগজের কাপে গরম চা পরিবেশন করছেন।

পুলিশের এমন উদ্দ্যোগে বেশ খুশি গাড়িচালকরাও। চালকরা বলছেন, গরম চা খেয়ে অনেকটাই চাঙ্গা হওয়া যাচ্ছে। রাতের শহরে সড়ক দুর্ঘটনা এড়াতে অভিনব এই পদ্ধতি বেশ কাজ দেবে।

Link copied!