• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় ৫ তালেবান নিহত, আহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৫:৩২ পিএম
সড়ক দুর্ঘটনায় ৫ তালেবান নিহত, আহত ৪

আফগানিস্তানে একটি গাড়ি উল্টে গিয়ে হতাহত হয়েছে বেশ কয়েকজন তালেবান সদস্য। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানায়।

রবিবার পারওয়ান প্রদেশে এই দুর্ঘটনায় অন্তত পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।

পারওয়ান নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল হকপারাস্ট এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “রবিবার গাড়ি উল্টে গেলে ইসলামিক এমিরেট বাহিনীর ৫ সদস্য নিহত ও ৪ জন আহত হয়।”

পারওয়ানের পুলিশ প্রধান হকপারাস্ট বলেন, বাগরামের দুই লেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ইসলামিক আমিরাত বাহিনী তথা তালেবানের সদস্য বলে নিশ্চিত করেন তিনি।

আফগানিস্তানে তালেবান শাসন তথা ইসলামিক আমিরাত প্রতিষ্ঠার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় টোলো নিউজ জানায়, ১৩ নভেম্বর থেকে দেশে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মত সাতটি বড় ঘটনা ঘটেছে। এতে অন্তত হতাহত হয়েছে ৬৩০ জন।

১৫ আগস্টের কাবুল দখলে নিয়ে ক্ষমতায় আসে তালেবান। এরপর স্থানীয় আইএস জঙ্গিরা কাবুলসহ অন্যান্য স্থানে বেশ কয়েকটি বোমা হামলা চালায়।

Link copied!