• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

সড়ক অবরোধে ভেস্তে গেল মোদির জনসভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৭:০২ পিএম
সড়ক অবরোধে ভেস্তে গেল মোদির জনসভা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ আগস্ট) পাঞ্জাবে ক্ষমতাসীন দল বিজেপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে যাত্রাপথে ‘অবরোধ’ আর ‘নিরাপত্তায় ঝুঁকি’-তে পণ্ড হল সব পরিকল্পনা।

হিন্দুস্তান টাইমস জানায়, পঞ্জাবে মোদির যাত্রাপথে সড়ক অবরোধ করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। তাই গন্তব্যস্থলে না গিয়েই তাকে ফিরতে হয়েছে ভাতিন্দা বিমানবন্দরে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

ফলে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। আর সেই ঘটনায় পঞ্জাব সরকারের কাছ থেকেও জবাব চেয়েছে কেন্দ্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে ভাতিন্দায় পৌঁছান মোদি। সেখান থেকে হেলিকপ্টারে ফিরোজপুর জেলার জাতীয় শহিদ মেমোরিয়ালে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়।

আবহাওয়ার উন্নতি না দেখে সড়কপথে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ঘণ্টার বেশি সময়ের দূরত্ব হলেও সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে পঞ্জাব পুলিশ।

তবে শহিদ মেমোরিয়ালের আগেই সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। উড়ালসেতুতে ১৫-২০ মিনিট অপেক্ষা করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সভায় না গিয়ে বিমানবন্দরে ফিরে আসেন মোদি।

দুপুরে পঞ্জাবের ফিরোজপুরের জনসভা থেকে মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, আজ আর আসতে পারছেন না মোদি। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পঞ্জাবের রাজ্য সরকারকে অনুষ্ঠান সূচির বিষয়ে আগেই জানানো হয়েছিল। অথচ সড়কপথে বাড়তি নিরাপত্তা জোরদার বা প্রধানমন্ত্রীকে পৌঁছাতে সহায়তা করার মত তেমন কোন পদক্ষেপই নিতে দেখা যায়নি প্রশাসনকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!