• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
যুক্তরাজ্যের গবেষণা

স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় প্যারাসিটামল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১১:৫৬ এএম
স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় প্যারাসিটামল

উচ্চ রক্তচাপে আক্রান্তদের ওপর প্যারাসিটামল ওষুধের বিরূপ প্রভাব নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ব্রিটিশ গবেষকরা। এক গবেষণায় তারা দেখতে পান, উচ্চ রক্তচাপের রোগীরা অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল গ্রহণ করলে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

বিবিসি জানায়, এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। গবেষকরা বলেন, দীর্ঘ সময় ধরে প্যারাসিটামল সেবনকারী রোগীদের এর উপকারিতার পাশাপাশি ঝুঁকি নিয়েও সতর্ক করা উচিত চিকিৎসকদের।

যুক্তরাজ্যের গবেষণায় অংশ নেওয়া ১১০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে দুই-তৃতীয়াংশ উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ সেবন করছিলেন। তাদের মধ্যে প্রতি তিনজনের একজনের দেহে প্যারাসিটামলের বিরূপ প্রভাব দেখা গেছে।

গবেষণার সঙ্গে সম্পৃক্ত এডিনবার্গের ইউনিভার্সিটির ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডিয়ার জানিয়েছেন, এই পরীক্ষায় দেখা গেছে প্যারাসিটামল রক্তচাপ বাড়িয়ে দেয়, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির অন্যতম প্রধান কারণ।

২০১৮ সালে স্কটল্যান্ডে ৫ লাখ মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, তাদের মধ্যে প্রতি ১০ জনের মধ্যে একজন ব্যথানাশক হিসেবে নিয়মিত প্যারাসিটামল সেবন করে থাকেন।

অনেক বিশেষজ্ঞ অবশ্য বলছেন, এই গবেষণার তথ্য সম্পর্কে নিশ্চিত হতে দীর্ঘমেয়দি পরীক্ষা ও আরও বেশি লোকের ওপর গবেষণা করা প্রয়োজন। যদিও মাথাব্যথা ও জ্বরের জন্য ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল সেবন নিরাপদ বলে একমত হয়েছেন সবাই।

সারা বিশ্বেই ব্যথা ও যন্ত্রণার উপশমের স্বল্পমেয়াদি প্রতিকার হিসেবে প্যারাসিটামল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এর উপকারিতা সামান্য হলেও এর বিকল্প আর কোনো ওষুধ নেই।

Link copied!