• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কুয়িড গেমের পৌষ মাস, আরেক লোকের সর্বনাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৪:২৮ পিএম
স্কুয়িড গেমের পৌষ মাস, আরেক লোকের সর্বনাশ

অনেক সময় সিনেমা-নাটকের সঙ্গে বাস্তব জীবনের অনেক কিছুই মিলে যায় হুবহু। যেমন শার্লক হোমসের বাসার ঠিকানা। অথবা অঞ্জন দত্তের ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো…’ গানের ফোন নাম্বার। 

সম্প্রতি নেটফ্লিক্সের একটি সিরিজ ‘স্কুয়িড গেম’ বেশ জনপ্রিয় হয়েছে। এই সিরিজে দেখানো নম্বরের সঙ্গে মিলে গেছে কোরিয়ান এক ব্যক্তির ফোনের ডিজিট। আর তাতেই জীবন অতিষ্ঠ ওই ফোনের মালিকের।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ‘স্কুয়িড গেমে’ দেখানো একটি ফোন নম্বরের সঙ্গে মিল থাকায় দৈনিক ৪ হাজারের ওপর ফোনকল পাচ্ছেন ওই ব্যক্তি।

ওয়েব সিরিজটিতে দেখা যায়, রহস্যময় এক ব্যক্তি সবাইকে একটি ফোন নম্বর দিয়ে একটি শিশুতোষ গেম খেলার আমন্ত্রণ জানান। তবে গেমটিতে বিপুল অঙ্কের টাকা জিততে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন প্রতিযোগীরা। ১৭ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া জাগিয়েছে এই সিরিজ।

নিজের ফোনসেট থেকে এখন অনেকেই ফোন করছে সিরিজে দেখানো ফোন নম্বরটিতে। এবং কাকতালীয়ভাবে এই নম্বরটি একটি কার্যকর নম্বর। আর তাতেই ঘটেছে বিপত্তি!

প্রতিদিনই হাজার হাজার অনাকাঙ্ক্ষিত ফোন ও মেসেজ পাচ্ছেন ফোন নম্বরের মালিক। এমনকি তার স্ত্রীর ফোন নম্বরটিও কাছাকাছি সংখ্যার। ফলে ফোনকলে অতিষ্ঠ হয়ে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না তারা।

কোরিয়ান মুদ্রায় ১০ কোটি ইয়ুন দিয়ে সেই নম্বর কেনার জন্য ওই ব্যক্তির কাছে আবেদন জানিয়েছেন এক প্রভাবশালী রাজনীতিবিদ। ৪০ বছর বয়সী জিওংগি প্রদেশের এই বাসিন্দা জানান, এই নম্বর ব্যবসায়িক কাজে ব্যবহার করেন বলে ফোন বন্ধও রাখতে পারছেন না তিনি।

এরই মধ্যে কোরিয়ার ওই নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে শিগগিরই এই উদ্ভট সমস্যা থেকে রেহাই পাবেন তিনি।

Link copied!