নতুন বছরের শুরুতেই করোনার প্রকোপ বেড়েছে সৌদি আরবে। ১ জানুয়ারি দেশটিতে ১০২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত বছর অগাস্টের পর এটি দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মত করোনার আসন্ন ঢেউ মোকাবেলায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সরকারি কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই খবর জানায়।
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় সামাজিক দূরত্বের বিধানসহ বেশ কিছু স্বাস্থ্যবিধি আরোপ করেছে সৌদি আরবের সরকার। এসব এলাকায় নামাজ ও উমরাহ পালনের উদ্দেশ্যে অবস্থানরত সবাইকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।
বিশেষ করে, সবাইকে সবসময় মাস্ক পরতে হবে এবং বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং মল ও রেস্তোরাঁয় প্রবেশ করতে চাইলে সব সৌদি আরব কিংবা সেখানে অবস্থানরত অন্যান্য দেশের অভিবাসী ও দর্শনার্থীদের করোনা টিকার বুস্টার ডোজের সনদ দেখাতে হবে। রোববার সরকারি ঘোষণায় এসব তথ্য জানা গেছে।
মহামারি শুরু পর থেকে এ পর্যন্ত সৌদি আরবে ৫ লাখ ৫৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন রোগী।